• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় টাকা বিলির অভিযোগে দুইজনকে গণধোলাই

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ১২:৪৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:

    একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পটিয়ায় শুরু হয়েছে টাকা বিলি। উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুইজন। তারা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মো. আজাদ (২৪) ও তার চাচাতো ভাই মো. ইলিয়াছ (২০)। শুক্রবার বিকেলে মধ্যম মেহেরআর্টি এলাকা থেকে তাদের দুইজনকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন মো. রানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে এলাকায় টাকা বিলি করতে গিয়ে জনতা দুইজনকে আটক করেন। এসময় আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে। পরে পটিয়া থানার এসআই মো. মহসিন এ দুইজনকে থানায় নিয়ে যায়।
    তবে পটিয়া থানার এসআই মো. মহসিন জানিয়েছেন, আটককৃতদের একজন গাড়ি চালক। তারা ভাড়া নিয়ে কুসুমপুরায় গেলে এলাকার লোকজন সন্দেহ করে পুলিশে সোর্পদ করেছে।

    আরও খবর

    Sponsered content