• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    আলিপুর জেলা আদালতে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা, নিরাপত্তায় ভুগছেন কর্মীরা

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ২:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

    কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

    পশ্চিম বাংলা র বহু গুরুত্বপূর্ণ আদালত, কলকাতার আলিপুর জেলা আদালত। এই আদালতে ভারতের এবং পশ্চিম বাংলা র সহ দক্ষিণ চব্বিশ পরগনার বহু গুরুত্বপূর্ণ মামলা লড়াই করতে আসেন প্রতিদিন কয়েক হাজার মানুষ। সেই সঙ্গে এই আদালতে মামলা চলছে সি বি আই এবং ইডির গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলার আসামি পশ্চিম বাংলা র কিছু ভি আই পি ও সাবেক মন্ত্রী এবং আমলা জড়িয়ে আছে। এই আদালতে কয়েক লক্ষ মামলা দায়ের করা আছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মামলা করতে আসেন। এই আদালতে সি বি আই ও ইডির গুরুত্বপূর্ণ মামলা চলছে। সেই সঙ্গে পশ্চিম বাংলা র সাবেক মন্ত্রী এবং তৃনমূল দলের মুখপত্র পাথ চট্টোপাধ্যায় ও কিছু বিধায়ক রয়েছে এই আদালতে সি বি আই এর মামলা। সেই সঙ্গে যুক্ত রয়েছে ভারতের বহু গুরুত্বপূর্ণ মামলা। তার মধ্যে আই এন এ এবং ইডির গুরুত্বপূর্ণ মামলা। এছাড়াও পশ্চিম বাংলা র বহু গুরুত্বপূর্ণ মামলা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন মামলা দায়ের করতে এবং মামলার শুনানি শেষ করতে। কিন্তু সেই আদালতে দায়রা জেলা আদালতে দেখা যাচ্ছে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। এদিন আলিপুর জেলা আদালতে দায়রা জেলা বিচারপতিদের ঘরের সামনে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। এবং আলিপুর সাত নাম্বার ঘর এবং আট নাম্বার ঘরের সামনে অবাধে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা। ঠিক সামনে বেঞ্চ এ বসে আছেন কয়েক শত আদালতে আসা মানুষ। যারা মামলা দায়ের অথবা মামলার আসামি নতুবা কোন মামলার সাক্ষী হিসেবে এসেছেন। কিন্তু এই আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলা বিচার চলেছে। আলিপুর জেলা দায়রা আদালতে আট নম্বর ঘরের বিচারপতি মীর রসিদ আলী এবং ঠিক তার বিপরীত ঘরে রয়েছে বিচারপতি অয়ন মজুমদার সহ অন্যান্য ঘরেরগুরুত্বপূর্ণ বিচারপতিরা। সাথে সাথে আসেন বিভিন্ন জেলা ও থানার পুলিশ অফিসাররা এবং মামলার কাজে যুক্ত আদালতের কর্মীরা। কিন্তু এই নেড়ি কুত্তা যে ভাবে অবাধে ঘুরে বেড়ায় তাতে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে এই নেড়ি কুত্তা র আক্রমণের শিকার হতে পারে আদালতে আসা মানুষজন। এবং আদালতে র কর্মীরা। যদি এই ব্যাপারে আদালত কর্তৃক সজাগ না হন তাহলে যে কোন সময় অঘটন ঘটতে পারে। এবারে আদালতে র আইনজীবীরা একমাত।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে