• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জনসচেতনতা মূলক মাঠ মহড়া

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    আজিজুলহক আজিজ,কুতুবদিয়া:

    কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে অনুষ্ঠিত জনসচেতনায় দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ায় অনুষ্ঠিত হয়েছে।ঘূর্ণিঝড়ের সংকেত প্রচারের পরেও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য জনসচেতনতায় অভিনয়ে পাগলের ভূমিকার পাশাপাশি ছিলেন,চেয়ারম্যান পরিবার,মাতবর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার,জেলে পরিবার, নৃত্য,দোকানদার, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটি গ্রাম কিরকম থাকে এবং পরে সিপিপি সদস্যদের ভূমিকাসহ তুলে ধরা হয় মহড়ায়।

    সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের মাঠে সিপিপি প্রশিক্ষক এম,শহীদুল ইসলামের সঞ্চলনায় এবং উপজেলা সিপিপি সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

    এসময় তিনি বলেন, সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়া উপজেলার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

    এছাড়া, মাঠ মহড়ায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
    কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমদ, আলী আকবর ডেইল হাইস্কুলে প্রধান শিক্ষক উদয় শংকর পাল,আলী আকবর ডেইল ইউনিয়নের টিম লিডার কামাল সিকদার প্রমুখ।

    এসময় সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন এই মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপির স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content