চট্টগ্রাম

বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক, লক্ষ কোটি শ্রোতার হৃদয়ের স্পন্দন নাজমুল হুসাইন’র আজ শুভ জন্মদিন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১২:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক, চলচিত্র অভিনেতা, লক্ষ কোটি শ্রোতার প্রাণের স্পন্দন নাজমুল হুসাইন’র আজ শুভ জন্মদিন। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে ১৯৫২ সালের ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব এবং বেতার জগতের এই জনপ্রিয় উপস্থাপক, আজিম উদ্দীন হাই স্কুল, কিশোরগঞ্জে হাতেখড়ি। ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে জীব বিজ্ঞান ও রসায়নে স্নাতকোত্তর হন। বেতারে উপস্থাপনায় প্রথম রেডিওতে আসা, তাঁর চাচার দেখাদেখি শুরু করে ছিলেন রেডিও’র নাড়াচাড়া। শিখে যান রেডিও টিউনিং। তার প্রথম অভিনীত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ এবং আলোচিত নাটক ‘কবর’। প্রথম অভিনীত চলচ্চিত্র পায়ে চলা পথ’ (১৯৭২)। ছায়াছবির বিজ্ঞাপনে অংশগ্রহণ। ইবনে মিজানের ‘দুই রাজকুমার’ সিনেমার (১৯৭৫) বিজ্ঞাপনে। ৩০ সেকেন্ডের সে বিজ্ঞাপনটিই বাংলাদেশের প্রথম কন্ঠদান। ‘শনিবারের সুর’ (১৯৭৮)। বাংলাদেশ বেতারে বাণিজ্যিক কার্যক্রমের সফল প্রথম স্পন্সর্ড প্রোগ্রাম। চলচ্চিত্র তারকাদেরকে তিনিই করলেন বিশেষণে অলংকৃত যেমন: বিউটিকুইন-শাবানা, ইন্টারন্যাশনাল টেলেন্ট- ববিতা, প্রথম বিজ্ঞাপন অনুষ্ঠান চলচ্চিত্রে তাঁর অবদান, ড্রিমগার্ল সুচরিতা, সুপারস্টার-ফারুক, ডেসিং স্টার-সোহেল রানা, মাস্টার মেকার-এ, জে মিন্টু, গোল্ডেন জুবিলি ডিরেক্টর-ইবনে মিজান, অর্থাৎ ‘নায়করাজ রাজ্জাক’ ছাড়া বাকি প্রায় সব চলচ্চিত্র তারকারই নামের আগের বিশেষণাটি নাজমুল হুসাইনের দেওয়া। ‘ইতিহাস’, ‘বর্তমান’, ‘যন্ত্রণা’, ‘বড় সাহেব’, ‘অশান্তি’, আব্বাজান, ‘মহানগর’-এমন সব জনপ্রিয় চলচ্চিত্রে তিনি করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। প্রযোজনা করেছেন সালমান শাহ-শাবনূর অভিনীত ‘রঙিন সুজন-সখী’ ছবিটি। চলচ্চিত্র জগতের শুরুর দিকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বেবী ইসলামের ‘চরিত্রহীন’, মোহাম্মদ সাঈদের ‘সাধু-শয়তান’, আমজাদ হোসেনের ‘বাংলার মুখ’ (অপ্রকাশিত) সহ অনেক গুণী পরিচালকের সঙ্গে। বাদল রহমানের ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ ছবিটিতে কাজ করেন প্রধান সহকারী হিসেবে। লক্ষ কোটি শ্রোতার প্রাণের স্পন্দন নাজমুল হুসাইন’র আজ শুভ জন্মদিন। “ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন”, তার উপস্থাপনার অনুষ্ঠানের শেষ উচ্চারণ ছিল এই বাক্যটি। জনপ্রিয় বেতার উপস্থাপক অনেক অনেক বছর বেঁচে থাকুক আমাদের মাঝে। শুভ জন্মদিন।

আরও খবর

Sponsered content