উদ্ভাবন

সুনামগঞ্জের ছাতকে করুণা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ১১:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘করুণা মিউজিক ইউটিউব চ্যানেল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার এস. এম. শরিয়ত উল্লাহ এবং পরিচালনা করেন ডা. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালেক রাজা, এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না।

দিনব্যাপী আয়োজনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীম সিদ্দিকী, জেসমিন জুমা, আলী ইনসান ও কাঙ্গাল মাসুক। এছাড়াও উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মমিন, হাসির রাজা সুরুজ মিয়া এবং করুণা মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল হামিদ বাঙালি। অনুষ্ঠানে কেক কেটে করুণা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় সংগীত, মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনে অবদান রাখায় এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্নাসহ বেশ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, “করুণা মিউজিক অল্প সময়েই স্থানীয় শিল্পীদের জন্য এক অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই চ্যানেল সংগীত ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

গান, হাস্যরস ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। শেষে দর্শক-শ্রোতারা ‘করুণা মিউজিক’-এর সফল যাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

আরও খবর

Sponsered content