রংপুর

পলাশবাড়ীতে সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ২:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যের আয়োজনে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে ও পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি মুজাহিদ মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম তরুণ সংঘের সাধারণ সম্পাদক সামিউল সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর পরিচালক আব্দুস সালাম মাসুদ, পলাশবাড়ী দারিদ্র্য বিমোচনের ফাউন্ডেশনের সহ-সভাপতি আজহারুল ইসলাম খোকন, জান্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানভির ওয়ালিদ শাওন, পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সভাপতি শাহাদৎ হোসাইন সাগর, স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, হাসিমুখ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুজ্জামান সরকার প্রমূখ।

বক্তারা পলাশবাড়ীতে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং পলাশবাড়ীর মা ক্লিনিক এন্ড নার্সিং হোমে বিগতদিনে ও সম্প্রতি সিজারের মাধ্যমে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় সরেজমিনে তদন্ত করে ক্লিনিকটি বন্ধ করাসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য বিভাগের উদ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।#

আরও খবর

Sponsered content