অর্থনীতি

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২৭ অক্টোবর দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (উফসী ও হাইব্রিড) পেয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারী ও অড়হর ফসল আবাদে কৃষকদের উৎসাহিত এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি”র আওতায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ২৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে ১৯০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ৩৫০জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ৩০ জন কৃষককে ১০ কেজি করে চিনা বাদাম বীজ, ৫ জন কৃষককে (উফসী) সূর্যমূখী বীজ, ৫০ জন কৃষককে (হাইব্রিড) সূর্যমূখী বীজ, ২০ জন কৃষককে ১ কেজি করে পেয়াজ বীজ, ৫০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডাল বীজ, ৫০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ২০ জন কৃষককে ৮ কেজি করে সয়াবিন বীজ, ২০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ ও ৩০ জন কৃষককে ২ কেজি করে অড়হর বীজ এবং কৃষক প্রতি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন প্রমূখ।

আরও খবর

Sponsered content