• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    তানোরে আলু চাষিদের মাথায় হাত

      মোঃ এরশাদ আলী রাজশাহী: ৬ মার্চ ২০২৩ , ৮:৩৬:১০ প্রিন্ট সংস্করণ

    বরেন্দ্র অঞ্চল রাজশাহী জেলার তানোর উপজেলায় আলু চাষি গণ এবছর আলু চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন । আজ সরাসরি আলুর মাঠে গিয়ে দেখা গেছে যে আলুচাষী গন যে খরচ করে আলু চাষ করেছিলেন এখন সে আলু জমি থেকে উঠানোর পরে বিক্রি করার সময় খরচ কৃত অর্থ হাতে পাচ্ছেন না। যার জন্য অনেক কৃষক প্রচুর আর্থিক সংকটে পড়ছেন। আলুচাষী গন আক্ষেপ করে বলেন আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নাই। কৃষক গন বলেন আমরা অনেক আর্থিক সংকটের মধ্যে আছি। আলুচাষী গণ আলুর স্টোর মালিক, বড় বড় ব্যবসায়ী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যেন তাদের ক্ষতি না হয়।
    আজকে সরোজমিনে মাঠে গিয়ে দেখা গেছে যে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১১ টাকা ৫০ পয়সা। শুধু তাই নয় আলুর ফলন হচ্ছে কম। সেই সাথে অনেকের আলুতে রয়েছে দাগ ও পচাঁ , এই সব মিলে আলুচাষী গন অনেক হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক তাদের ঘরের ধান বিক্রি করে ও জমানো টাকা দিয়ে এবং ঋণ করে এই আলু চাষ করেছিলেন কিছু লাভের আশায় । কিন্তু আলু চাষ করে আজকে আলুর ফলন কম হচ্ছে এবং আলুর দাম ভালো না থাকায় কৃষক দের খরচ কৃত অর্থ আজ হাতে পাচ্ছেন না। কৃষক গন বলেন বলেন প্রশাসন বা সরকারের মাধ্যমে আমরা কোন সহায়তা না পেলে আলু চাষের যে উৎসাহ সেটা আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে।
    এক কথায় তানোরের আলু চাষিরা বর্তমানে আলু নিয়ে অনেক চিন্তিত রয়েছেন। তানোরে এখন পুরোদমে মাঠ থেকে আলু উঠানো চলছে। তাই আলু চাষি গণ শেষ আবারো আশা করেন যে দুই একদিনের মধ্যে যেন আলুর দাম বৃদ্ধি পায় এবং কৃষক দের যেন আর ক্ষতি না হয়।

    আরও খবর

    Sponsered content