প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

ঈদগাঁও বাজারে নির্মাণাধীন বাজার শেড/মার্কেটে দোকান বরাদ্দ প্রদান করা বিষয়ে বিভিন্ন মহল থেকে আর্থিক লেনদেনের অভিযোগ উপজেলা প্রশাসনের নজরে এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদগাঁও বাজার শেড নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি এবং দোকান বরাদ্দ দেয়ার জন্য কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
ঈদগাঁও উপজেলা প্রশাসন প্রদত্ত তথ্যসূত্রে জানা গেছে, বাজার শেড/মার্কেটে দোকান বরাদ্দ পাবার প্রলোভনে কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে আর্থিক লেনদেনে জড়িত না হতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিনীত অনুরোধ করা হলো । যদি কোন ব্যক্তি এ ধরনের কোন আর্থিক লেনদেনে জড়িত হন, তবে তার দায়-দায়িত্ব সম্পূর্ণরুপে সংশ্লিষ্ট ব্যক্তির উপর বর্তাবে।
সূত্রটি আরো জানায়, বাজার শেড নির্মাণ কার্যক্রম সমাপ্তি সাপেক্ষে বিধি অনুযায়ী পরবর্তীতে উন্মুক্তভাবে মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দোকান বরাদ্দ প্রদান করা হবে।

















