চাকরি-বাকরি

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শেখ জাবের আহমেদের যোগদান

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শেখ জাবের আহমেদ যোগদান করেছেন।

তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেক-
নোলজীতে (এমএস) ডিগ্রী অর্জন শেষে ২০১৭ সালে
৩৫ তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। চাকুরী জীবনের শুরুতে তিনি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলা এলাকার বাসিন্দা। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। গত ২৩ অক্টোবর দুপুরে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে রোববার ২ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান এবং প্রথম কর্মদিবস অতিবাহীত করেন তিনি। ২ নভেম্বর রোববার সন্ধ্যায় নবাগত ইউএনও শেখ জাবের আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি বলেন, সরকারের স্বাভাবিকসহ সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় সর্বস্তরের সবার আন্তরিক সহযোগিতায় তিনি এ উপজেলাকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্টসহ নিরলস কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content