চট্টগ্রাম

কক্সবাজারে অনুষ্ঠিত হবে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৭:১২:২৪ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

২৭ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। একে সফল ও স্মরণীয় করতে শহরের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি খোরশেদ আলম। যৌথভাবে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি ও সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, আমিন উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলম, দপ্তর সম্পাদক আজিজ উল্লাহ, প্রচার সম্পাদক রতন দে, অর্থ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।

উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ,
উখিয়া উপজেলা সভাপতি কামরুন্নেছা তানিয়া ও সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার আজাদ, চকরিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ জামাল ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, রামু উপজেলা সভাপতি কায়েদ আলম কায়ছার, সাধারণ সম্পাদক এমরান, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঈদগাঁও উপজেলার প্রস্তাবিত কমিটির আলা উদ্দিন।

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের ঐক্য, পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করতে এ অভিষেক অনুষ্ঠান হবে নতুন দিগন্তের সূচনা। তাঁরা এই অভিষেক অনুষ্ঠানকে সকলের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, সংগঠনের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠাই সাফল্যের মূল চাবিকাঠি। দায়িত্বশীল ও সচেতন সাংবাদিকরাই জাতির প্রকৃত বিবেক।

সভা শেষে আগত সদস্যদের মধ্যে আসন্ন অনুষ্ঠানের করণীয় বিষয়াদি নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সকলের সহযোগিতায় অভিষেক অনুষ্ঠান সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content