• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    যশোরের অভয়নগরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে আহত এক

      যশোর জেলা প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:০৯:১৪ প্রিন্ট সংস্করণ

    যশোরের অভয়নগরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত একজন পথযাত্রী। এ ঘটনায় ট্রেন চলাচল ১ ঘন্টা বন্ধ,গেটম্যান ও চালক পলাতক।
    আহত পতযাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাটি (বৃহস্পতিবার ১২টায়)উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা।
    স্থানীয়রা জানান,খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেন ও (ঢাকা – মেট্রো- ট১৪-৮১৯৩ ) ট্রাকের সংঘর্ষ হয়।
    এ ঘটনার পর রেলওয়ে গেটম্যান ও চালক পলাতক রয়েছে। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের অবহেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পথ যাএিরা। এতে একজন পথযাত্রী আহত হন। ঐ পথ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই রুটে ট্রেন চলাচল ৪৫ মিনিট বন্ধ থাকে।পরে দুমড়ানো মুচড়ানো ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য নওয়াপাড়া হাইওয়প পুলিশ উদ্ধার কাজ করে।
    নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন,খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকেে ছেড়ে আসছিলো।বেলা ১২ টায় উপজেলার ভাঙ্গাগেট রেল ক্রচিংয়ে পৌঁছালে যশোর খুলনা মহাসড়কে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
    নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন,ট্রেন ও ট্রাকের সংর্ঘষের ঘটনার ওখানে আমাদর টিম কাজ করছে। আপাতত সড়ক থেকে ট্রাকটি উদ্ধার করে যানবহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content