• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    খুলনায় ২৪ ঘন্টা ডাঃ দের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ

      এস এম আছাফুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি: ১ মার্চ ২০২৩ , ৯:৩৮:২১ প্রিন্ট সংস্করণ

    খুলনায় বিএমএ খুলনা আজীবন সদস্য ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ এর উপর পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এ এস আই নাঈম ও রোগী স্বজন কতৃর্ক হামলার প্রতিবাদ, আসামীদের গ্রেপ্তার, বিচারের দাবীতে, ২৪ ঘন্টা ডাঃ দের কর্ম বিরতি ও বিএমএ খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১.০৩. ২৩) তারিখ
    সকাল ১০ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহি,বিভাগে চত্বরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
    অভিযোগ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়াস্থ হক নার্সিং হোমে শনিবার দিবাগত রাতে রোগীর স্বজনদের হামলা এবং একজন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকের নাম ডা: শেখ নিশাত আব্দুল্লাহ। তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় একটি মামলা হয়।
    খুলনা নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে মানববন্ধন এ সময় উপস্থিত ছিলেন,বিএমএ -সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডাঃমোঃ মেহেদী নেওয়াজ সহ খুলনা হক নার্সিংহোমের ইএনটি ডাক্তার নুরুল হক ফকির এবং বি এম এর সদস্য বৃন্দ এ সময় মানববন্ধনে বক্তারা বলেন দেশ আইন আছে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে বর্তমানে ঠিক সেই মুহূর্তে কিছু কিছু কু চক্রি মহল বাধাগ্রস্ত করার জন্য নিজের ক্ষমতাকে দেখানোর জন্য এ ধরনের উশৃঙ্খলতা করতে পারে এবং নেতৃবৃন্দ বলেন সাতক্ষীরা জেলার একজন এসআই কিভাবে খুলনায় এসে পোশাক পরে এ ধরনের কাজ করতে পারে এ বিষয়ে যদি সঠিকভাবে তদন্ত না করে এবং আসামিকে দ্রুত আইনের হাত কড়া লাগিয়ে বিচারের আওতায় আনার কথা বলেন এবং যতক্ষণ পর্যন্ত এর সঠিক সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে বলে তারা বক্তৃতা কালীন সময় বলেন।আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসারও জোর দাবি জানান। খুলনা মেডিকেল কলেজে প্রায় ১৪০০থেকে ১৫০০ রোগী সর্বনিম্ন প্রতিদিন চিকিৎসা নিতে আসে এবং তারা সু চিকিৎসা না পেয়ে নিজ নিজ এলাকায় চলে যাচ্ছেন,এ সময় ডাক্তাররা বলেন জরুরী স্বাস্থ্য সেবার জন্য আমাদের কার্যক্রম চালু আছে।

    আরও খবর

    Sponsered content