• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    গুইমারাতে এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৩:২২:১৮ প্রিন্ট সংস্করণ

    এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার এমপিওভূক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৯ মার্চ-২০২৩ বৃহস্পতিবার সকাল ৯ টায় গুইমারা বাজারে পুলিশ বক্সের সামনে ঢাকা-চট্রগ্রাম সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষক কর্মচারীরা। হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে এক দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক, মো. ইউচুপ ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা।

    বক্তাগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকদের অবহেলিত রেখে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় তাই এমপিওভূক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা জাতীয়করণ এখন সময়ের দাবী। অাগামী নির্বাচনের পূর্বে চাকরি জাতীয়করণের ঘোষণা দিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষকেরা।

    মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আ. ন. ম রফিকুল ইসলাম, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আনোয়ার হোসেন, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, হ্যাপী বড়ুয়াসহ এমপিওভূক্ত সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content