• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবিতে বাংলা বিভাগের রিইউনিয়ন অনুষ্ঠিত

      ইবি প্রতিনিধি : ১১ মার্চ ২০২৩ , ৮:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগটির ৩৩টি ব্যাচ অংশ গ্রহণ করেন। দিনটি উপলক্ষে শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিভাগটি।শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে মিলিত হয়। শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া সভায় আহবায়ক হিসেবে ছিলেন অধ্যাপক ড. সাইফুজ জামান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ। সভাটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।

    আরও খবর

    Sponsered content