• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বিশ্বনাথে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একলিমিয়া স্কুল

      বিশ্বনাথ প্রতিনিধি : ১১ মার্চ ২০২৩ , ২:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘সার্সিং মেরিটস’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষণের লক্ষ্যে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘উপজেলা আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে রামপাশা ইউনিয়নের একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়।শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গ্রান্ড ফাইনালে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’-এ বিষয়ের পক্ষে বিতর্কে অংশ নিয়ে বিপক্ষ দল অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী পক্ষের দলনেতা আলিয়া আক্তার নার্গিস।ফাইনালে মডারেটরের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। বিচারকের দায়িত্ব পালন করেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল আজিজ, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম।ফাইনাল শেষে কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও সদস্য প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া।বক্তব্যে তিনি বলেন, ‘মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার বিকল্প নেই। শুদ্ধ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে বিতর্ক প্রতিযোগিতা। মেধা বিকাশে দেশের প্রতিটি উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, কিউরিয়াস ফর ট্যালেন্ট’র প্রবর্তক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। স্বাগত বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সাধারণ সম্পাদক আবদুল মুমিন মামুন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্টা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ ও মকদ্দুছ আলী, প্রবাসী মোবারক হোসেন ও মনির আহমদ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content