• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    রাঙ্গাবালী বন বিভাগের গাছ কেটে উজার করলো এক যুবক,

      মোঃ মাহফুজুর রহমান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ১১ মার্চ ২০২৩ , ১:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর কানকুনির বনবিভাগ থেকে সরকারি গাছ কেটে যাবতীয় কাজে লাগাচ্ছে (১)কবির গাজী পিতা মৃত আবু গাজী কবির গাজী সরকারি খাল বাধ দিয়ে ঘের বানিয়ে মাছ চাষ করে যাচ্ছে এবং এই ঘেরের পাইলিং সহ যাবতীয় কাজে ব্যবহার করে যাচ্ছে সরকারি গাছ আমরা গোপন সংবাদে ঘটনা স্থানে যাই সে খানে তাকে পাওয়া না গেলেও তার ঘেরের কর্মচারী কে পাওয়া যায় তাকে গাছ কাটার বিষয় জিজ্ঞেস করলে সে বলে আমি তার কাজের লোক আমাকে সে হুকুম দিলে আমাদের তা পালন করতে হয় কাজের লোক বলে কবির গাজীর বউ এর ভাই নাকি ফরেস্ট আমরা খোজ খবর নিয়ে দেখি এটা মিথ্যা কথা বলে কাজের লোক কে অতি উষাৎ দিয়ে তাদের কে দিয়ে অপকর্ম কাজ গুলো করানো হয় মানিক মিয়া (২) নং শাক্ষী বলে এই বনবিভাগ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা বঙ্গব সাগরে উপকূলীয় এলাকায় বসবাস করি এই বনের গাছ আমাদের কে বন্যা থেকে শু রক্ষা করে তাই ২ নং মানিক মিয়া বলে এই অপরাধীর কে যেন আইন গত ব্যাবস্তা নেওয়া হয় এটা বন বিভাগের কর্মকর্তার কাছে আবেদন রইল এই বিষয় টা যেন গুরুত্ব সহকারে দেখে গাছ কাটা বড় ধরনের অপরাধ এবং গোপন সংবাদে যানা গেলো নতুন আরও একটি পুকুর তৈরি করে বাগানের ১০ টি কাছ কেটে এই এই গাছের গোড়া সহ উঠানও হয় বেকু দিয়ে এবং কবির গাজী কে গাছ কাটার বিষয় টা জিজ্ঞেস করলে সে বলে আমার কাজের লোক দিয়ে গাছ কাটাইছি তাতে যদি আমার ফাঁসি হয় হবে সমস্যা নাই এই কথা বলে ফোন কেটে দেয় পশুরি বুনিয়া বন বিভাগের কর্মকর্তা নারায়ণ চন্দ্র বলেন আপনারা যেহেতু অভিযোগ করছেন আমি বিষয় টা ভালো করে তদন্ত করে দেখি এবং এই ঘটনা ঘটছে ১৫ ফ্রেব্রুয়ারি আমি দায়িত্ব নিয়েছি ২৪ তারিখ তবুও সত্য প্রমান হলে কবির গাজী বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্তা নেওয়া হবে

    আরও খবর

    Sponsered content