• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৪:১৭:০৮ প্রিন্ট সংস্করণ

    দিদারুল আলম জিসান : (কক্সবাজার)

    কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখার ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার।

    শুক্রবার ১৯ মে বিকেলে শাহপরীর দ্বীপের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের অসহায় মানুষের সাথে কথা বলেন চট্রগ্রামের বিভাগীয় কমিশনার ড.আমিনুর রহমান। এসময় তিনি শাহপরীর দ্বীপ উত্তর পাড়া আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মাঝে নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

    ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তালিকায় স্বজনপ্রীতি ও পর্যাপ্ত পরিমান ত্রাণ আছে কি-না এমন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার আমিনুর রহমান বলেন, ‘আমি ডিসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।ত্রাণ নিয়ে কোন রকম দূর্নীতি-স্বজনপ্রীতি করলে কেউ ছাড় পাবে না। ত্রাণে স্বচ্ছতা রাখতে সেন্টমাটিনে এসিল্যান্ড সার্বক্ষণিক তদারকি করছে।’

    আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে উল্লেখ করে তিনি বলেন,’ আশা রাখি আমরা এখানে কোন অনিয়ম করতে দেবনা। সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোন পরিবার বাদ পড়বে না। সরকারি বেসরকারি ভাবে ত্রাণ সহায়তা আসতে থাকবে। সেই সহায়তায় যারা অনিয়ম-দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা পর্যাক্রমে সবাইকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এ ছাড়া হ্নীলা, বাহারছড়া ছড়া, সদর ইউনিয়নেও ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

    উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান, ওসি আব্দুল হালিম, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজা প্রমুখ। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিন-টেকনাফের ৮ হাজারের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা (শুকনো খাবার) দেয়া হয়েছে। এছাড়া ২০৮’শ পরিবারের মাঝে টিন ও নগদ ৬০০০ হাজার করে বিতরনের কাজ শেষ পর্যায়ে।’

    এদিকে সেন্টমার্টিনে অবস্থানরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী বলেন, ‘আমরা সেন্টমাটিনে ক্ষতিগ্রস্ত আরো ১৯’শ পরিবারের তালিকা তৈরীর কাজ চলছে। এদের মধ্য ২’শ মানুষকে (পূর্ণবাসন) ঘর তৈরি করে দেয়া হবে। বাকিদের নগদ অর্থ সহতায় প্রদান করা হবে।’

    আরও খবর

    Sponsered content