• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কেনস্যার রুগী অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা ঠিক মতো

      মো: আল আমিন পাটান, প্রতিবেধক ১৯ মার্চ ২০২৩ , ৯:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    চাঁদপুর জেলা কচুয়া থানায় আইন পুর গ্রামের দরিদ্র পরিবার মোঃ জুলহাস মিয়ার ৪ ছেলে অভাবের সংসার, বড় ছেলে একই গ্রামের মোস্তফা পাঠানের সহযোগিতায় কুমিল্লা ভিকটুরিয়া কলেজ থেকে গনিত ভিবাগে মাস্টার্স শেষ করে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চারি করেছেন। বর্তমানে বিগত ৫ মাস যাবৎ অসুস্থ, পরীক্ষা করে ধরা খেল পায়ের, সাইটিক নার্ভে টিউমার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শ্যামলীতে। ওখানকার চিকিৎসা ব্যয়বহুল তাই নিউরো সাইন্স হাসপাতাল, শেরে বাংলা নগর ভর্তি হই, ডাক্তার অপারেশন করতে গিয়ে দেখে রুগীর উরু থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়ার মতো টিউমার দেখে ডাক্তার রিমোব করে দিছে। আর টিউমার বাইপসি করতে দিছে, পরে বাইপসির রিপোর্টে আসছে, Ewing sarcoma নামক ক্যান্সার।প্রথম অপারেশন ২৭/০২/২০২৩ পরে ১২/০৩/২০২৩ তারিখ আবার MRI করে দেখে মাঝায় টিউমার, এখন রুগির দুই পা প্যারালাইজড।ডাক্তার ওটাকেও অপারেশন করছে এবং ডাক্তার বলেছে দ্রুত ক্যান্সার চিকিৎসা না করলে আর অপারেশন হবে না। অসহায় কাউছার সকলের দোওয়া  ও আর্থিক সহযোগিতার কামনা করছে।

    BKash :01626431352 কাউছার

    আরও খবর

    Sponsered content