• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ২এপিবিএন এর সহযোগিতায় ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা ও মোবাইল ফোন উদ্ধার

      নিজস্ব প্রতিবেদক ১১ এপ্রিল ২০২৩ , ৩:১২:১৪ প্রিন্ট সংস্করণ

    জনৈক মোঃ বাবুল মিয়া, পিতা-নইম উদ্দিন, সাং-পাইকুড়া, থানা-পূ্র্বধলা, জেলা- নেত্রকোনা, গত ০৬/০৪/২০২৩খ্রিঃ তারিখে তাহার মোবাইল ও টাকা উদ্ধার সংক্রান্তে আইনগত সহায়তা চেয়ে ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহে একটি লিখিত অভিযোগ করেন। ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ এর অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স শাখার জিডি নং-২৮/২৩, তারিখ-০৭/০৪/২০২৩খ্রিঃ মূলে তাহার অভিযোগটি লিপিবদ্ধ করেন এবং বাদীর দায়েরকৃত ময়মনসিংহ কোতোয়ালী থানার জিডির ছায়া লিপি (যাহার জিডি নং-১৩৯৫, তারিখ-২৬/০৩/২০২৩) সংগ্রহ পূর্বক ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/সৈয়দ আসাদুজ্জামান এপিবিএন হেডকোর্টার্স এর এলআইসি শাখার সহোযোগীতায় মুক্তাগাছা থানাধীন চেচুয়া গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করিয়া জনৈক মোঃ রহমত আলী(৪৮), পিতা-নজর ইসলাম, সাং-গয়েশপুর, থানা-মু্ক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে জিজ্ঞাসা বাদের জন্য ২ এপিবিএন, মুক্তাগাছা, অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স শাখায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে উক্ত রহমত বাদীর মোবাইল ফোন ও পাওনা টাকা ফেরত প্রদানের অঙ্গীকার করিলে বাদী উহা মানিয়া নিয়া কোন মামলা করিবেন না মর্মে জানায়।অদ্য ১০/০৪/২০২৩ তারিখ স্থানীয় জনপ্রতিনিধি মোঃ হান্নান মোবাইল-০১৭১৮-৩৫২৩৭৭ এর মাধ্যমে মোঃ রহমত আলী বাদীর পাওনা ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা ও ০১ টি মোবাইল ফোন ২ এপিবিএন,বাংলাদেশ পুলিশের অধিনায়ক মহোদয়ের মাধ্যমে বাদীকে বুঝিয়ে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content