• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    লামায় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

      ইসমাইলুল করিম লামা প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৪:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলার বান্দরবানের লামার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চারদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিন হিসেবে (২০লা মার্চ)সোমবার বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু’র সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও দাতা সদস্য ছলিমুল হক চৌধুরী, ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্কুল শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীগণ।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীসহ স্কুল কর্তৃপক্ষের এমন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। লামা উপজেলার মধ্যে শিক্ষার্থীদের এমন পরিবেশনা আগে কোথাও দেখিনি। তিনি যেকোনো প্রয়োজনে বিদ্যালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।

    প্রধান অতিথি মোস্তফা জামাল শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ভিন্নভাবে সক্ষম শিশুদের উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি একীভূত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

     

    আরও খবর

    Sponsered content