• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

      সৌরভ কুমার, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ২১ মার্চ ২০২৩ , ৩:৪০:৩৯ প্রিন্ট সংস্করণ

    বাগেরহাটের মোল্লাহাহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কম্পাউন্ড দিঘির পাড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশাল বর্ণাঢ্য এক র‍্যালি উপজেলার প্রাণকেন্দ্র/গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. হুমায়ূন কবির, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাম জামানের সঞ্চালনায় এ উদ্বোধনীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক মাকসুদ আলম, আবদুল্লাহ ফারুক, বিভিন্ন দপ্তর প্রধান গণ, কৃষক-কৃষাণী প্রমূখ। মেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ১৪’টি স্টলে কৃষি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content