• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগেরদায়ে সাড়ে ২৬ লক্ষ টাকার মামলা দায়ের

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৬:৩৩:২৬ প্রিন্ট সংস্করণ

    ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-

    সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর শহরে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ১৪(আগস্ট) সোমবার সিলেট অঞ্চলের সাপ্লাই এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদালতে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন, উপজেলা সদর জগন্নাথপুর বাজারের হাজেরা ম্যানশন এলাকার ব্যবসায়ী উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের চিলাউড়া(খাঁনবাড়ী)গ্রামের আব্দুল মনাফের পুত্র আকলিছ খাঁন,একই বাড়ীর ছমেদ খাঁনের পুত্র জুয়েল খান, মৃতঃরজক খাঁনের পুত্র  জলিম খান এবং সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার মথুর কান্দি গ্রামের মৃতঃআইউব আলীর পুত্র ইমান আলী ও সোহাগ আহমদ।

    আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, রোববার রাতে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় হাজেরা ম্যানশন ভবনে অভিযান চালিয়ে ইজিবাইক চার্জিং গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়।এ-সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ইজিবাইক চার্জ দেওয়ারদায়ে বিভিন্ন যন্ত্রাংশসহ ৩২ টি চার্জার জব্দ করা হয়। পরে এ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ২৬ লাখ ৪৮ হাজার ১৫৫ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়। প্রকৌশলী আজিজুল ইসলাম জানান,উপজেলায় এধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content