• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে তালায় মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ১৩ ছাত্রী অসুস্থ্য

      মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ২২ মার্চ ২০২৩ , ৫:১৮:১২ প্রিন্ট সংস্করণ

    সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ১৩ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। বুধবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে ঐ ছাত্রীরা অসুস্থ্য হয়।এ সময় শিক্ষকরা তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর আগে গত সোমবার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে ১০ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। চিকিৎসা কর্মকর্তা বলছেন মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে এমনটি হচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, বুধবার এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জোতি, শিফা, সাথী, শাহনাজ, জয়ন্তী, রুকাইয়া, নাজমা,ফারজানা, নুছরাত, আফসানাকে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বাকী তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এর আগে সোমবার দশম শ্রেণির আফসানা মিমি, নবম শ্রেণির মহিনী আক্তার মাহীসহ ১০জন কে চিকিৎসা দেওয়া হয়।

    অসুস্থ্য শিক্ষার্থী আফসানার পিতা আলী হোসেন বলেন, খবর পেয়ে শিক্ষকদের সাথে নিয়ে মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। তিনি বলেন, মানসিক আতংকের কারণে এমন হচ্ছে।

    অসুস্থ্য শিক্ষার্থী জোতির পিতা বিল্লাল হোসেন, শিফার পিতা জাহাঙ্গীর হোসেন সহ আরও কয়েকজন অভিভাবক জানান, মেয়েরা প্রায় দিনই বাড়ী থেকে না খেয়ে পড়তে চলে আসে, যে কারণে তরা দুর্বল হয়ে পড়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রাজীব সরদার জানান, বুধবার ১০ জন ছাত্রী এক সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এমনটি হচ্ছে।

    প্রধান শিক্ষক এম মোবারেক হোসেন জানান, স্কুলে প্রায় ৯ শ ছাত্র-ছাত্রী রয়েছে, তাদের মধ্যে গত দুই দিনে কয়েকটি মেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। কোন ছেলে কিন্তু অসুস্থ্য হচ্ছে না। এটা শারিরীক দুর্বলতার কারণে হতে পারে।

    আরও খবর

    Sponsered content