• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    যে কারণে ঈদগাঁওর ওসি গোলাম কবিরের প্রত্যাহার দাবী

      মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) ২২ মার্চ ২০২৩ , ৭:০৯:৫২ প্রিন্ট সংস্করণ

    ঈদগাঁও উপজেলার ঈদগাঁও থানার ওসি গোলাম কবিরকে প্রত্যাহারের দাবী জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং ভূক্তভোগীরা। ঘুষবানিজ্য, আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি, দালাল শ্রেণির লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলার কারনে এহেন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সর্বশেষ গত সোমবার (২০ মার্চ) মানবাধিকার লংঘনের মত ঘটনার জন্ম দিয়েছেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির । সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় তাঁর বিরুদ্ধে গতকাল ব্যাপক লেখালেখি হয়। ওয়ার্ড মেম্বার নূরুল আলম জানান, গত সোমবার (২০ মার্চ ) সকালে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ার মৃত নজির আহমদের ছেলে শাহজাহান ও প্রতিবেশী মৃত আবু শামার ছেলে হারুনর রশীদের মধ্যে নলকুপের পানি চলাচলকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহজাহান হারুনর রশীদকে নখ কাটার যন্ত্র দিয়ে আঘাত করে।

    ভূক্তভোগী ঘটনাটি ঈদগাঁও থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করলে সঙ্গীয় ফোর্সসহ থানার এসআই গিয়াস উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে খুঁজতে থাকে। শাহজাহানকে না পেয়ে ক্ষুদ্ধ পুলিশ তার স্ত্রী ফরিদা ইয়ামিন, ৬ মাসের দুগ্ধপোষ্য শিশু ও ২ বছর বয়সী অপর শিশুকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত বসিয়ে রাখে। একই দিন ওয়ার্ড মেম্বার নুরুল আলমের নেতৃত্বে এলাকার ব্যক্তিবর্গরা ইউপি চেয়ারম্যান ইমরুল রাশেদকে বিষয়টি অবগত করেন। চেয়ারম্যান রাশেদ বিষয়টি থানার এস, আই গিয়াস উদ্দিন ও ওসিকে অবগত করেন। তিনি অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং মানবিক কারণে শাহজাহানের স্ত্রী ফরিদা ও দুগ্ধ পোষ্যসহ ২ শিশুকে ছেড়ে দেয়ার অনুরোধ জানান। চেয়ারম্যান জানান, এর কিছুক্ষণের মধ্যেই ওসি হারুকে ডেকে আনেন এনে শাহজাহান ও তার স্ত্রীকে আসামী হিসেবে উল্লেখ করে একটি মামলাটি নথিভূক্ত করেন। এ মামলায় ফরিদাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন। অবশ্য বুধবার আদালত ওই মহিলাকে জামিন দেন।

    ২১ মার্চ ঈদগাঁও থানার সাদা পোষাকধারী একদল পুলিশ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জাবের আহমদ জিসান নামের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার প্রতিবাদে বুধবার শিক্ষার্থীরা ওসি গোলাম কবির ও ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবী করে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
    ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি তারেক আজিজ জানান, মায়ানমার থেকে চোরাইপথে আসা গরু প্রতি ১ হাজার টাকা করে ঘুষ দিতে হয় থানা পুলিশকে।

    ঈদগাঁওর ওসি গোলাম কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিকটিমের পরিবার এজাহার জমা দিয়েছে। এর ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
    অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content