• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    পলাশবাড়ীতে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ৩:০৮:৩২ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ভোক্তা অধিকার আইন – ২০০৯ অনুসারে ২জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঠের বাজার পশুর হাটে সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করায় দুইজনকে ভোক্তা অধিকার আইন- ২০০৯ অনুসারে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন।

    সহকারি কমিশনার (ভূ’মি) এসএম ফয়েজ উদ্দিন বলেন, মাঠের বাজার হাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদী পশুর ক্ষেত্রে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এমন বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিটি গরুর ক্ষেত্রে টোল আদায় করছে সরকার নির্ধারিত টোলের চেয়ে অনেক বেশি। এমনই ভাবে ছাগল, ভেড়ার ক্ষেত্রেও একই ভাবে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সত্যতা পাওয়ার কারণে টোল আদায়কারী দুইজনের ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    আসন্ন ঈদুল আযহাকে ঘিরে উপজেলার যেখানে যেখানে পশুর হাট বসবে আর সেই হাটগুলোতে যদি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে সেই সব হাটগুলোতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

    আরও খবর

    Sponsered content