• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    লামায় হলি চাইল্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

      ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৩ , ১:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভা এলাকার হলি চাইল্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।

    এতে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়ব, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, স্কুলের প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ উদ্দিন, জাফর আলী ও মিন্টু দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শরীর ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার কোন বিকল্প নেই। এর আগে দুইদিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গনে খেলাধূলা ও দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।সকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

    আরও খবর

    Sponsered content