• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার স্বামী

      এস এম রমজান আলী, ব্যুরো চীফ: ২৩ মার্চ ২০২৩ , ১০:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম নগরীর খুলশীতে সাবেক স্ত্রীর আপত্তিকর ও ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আরাফাত হোসাইন রাউফি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

    লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    র‍্যাব জানিয়েছেন , ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২০২০ সালে ফেসবুকে আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়েছে। ওই সময় আরাফাত নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর তারা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তারা নগরীর চকবাজার থানার খালপাড় আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। এমনকি, তিনি এইচএসসিও পাস করেননি। আবার নানা সময়ে আরাফাত মাদক সেবন করতেন। মাদকের টাকা জোগাড় করতে ভুক্তভোগীকে চাপ দিতেন তিনি। এসব কারণে ভুক্তভোগী তরুণী একদিন মায়ের অসুস্থতার কথা জানিয়ে তার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি পরিবারের পরামর্শ নিয়ে আরাফাতকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর আরাফাত ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি সাবেক স্ত্রীর নামে একটি ফেসবুক আইডি খোলেন এবং ওই আইডি থেকে ভুক্তভোগীর আপত্তিকর ও ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী তরুণী বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। এরপর অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার মোবাইলে ভুক্তভোগীর বেশকিছু আপত্তিকর ছবি পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content