• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    অন্যায় এর প্রতিবাদী ও মাদকের বিরোধী নবীন সাংবাদিক বিপ্লব

      পঞ্চগড় প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৩ , ৬:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগড় সদর উপজেলার ৭নং হাড়িভাষা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এ-র ইয়ার পাড়া গ্রামের মো মন্তাজুল ইসলামের ছেলে মো বিপ্লব হোসেন (২০) দীর্ঘ ৪ বছর ধরে মাদক বিরোধী আন্দোলন করে আসছে।পড়ালেখার পাশাপাশি অনলাইন প্রত্রিকার সাংবাদিকতাও করে আসছে।

    বিপ্লব হোসেন একজন সেচ্ছাসেবী সংগঠন এ কাজ করে যাহার নাম হোয়াইট গোল্ড সোসাইটি,তিনি একজন ছাত্র, এইচএসসি ২২ ব্যাচ। খুবেই সহজ সরল একটা ছেলে।

    বিপ্লব এর সাথে কথা বলে যানা যায় তিনি জেলার প্রায় সকল জায়গাতেই মাদকবিরোধী অভিযানে থাকতেন তিনি।কখনো জেলা গোয়েন্দা শাখার সাথে কখনো বা বর্ডার গার্ড সিমান্ত রক্ষী বিজিবিদের সাথে। অনেক মাদকবিরোধী অভিযানে যুক্ত ছিলেন তিনি মাদকমুক্ত একটি জেলা হিসাবে দেকতে বিভিন্ন কাজে সহযোগিতা করেতেন প্রশাসনকে।

    তিনি আরও বলেন এসব মাদকবিরোধী কাজে যাওয়ায় পরতে হয়েছে অনেক হুমকি দামকির মদ্ধে।মাদক ব্যববসায়ী আনিস নামে একজন কিছু গুন্ডা ও হিরোইনচ্ছীখোর ভারা করেও আমাকে তুলে নিয়ে অপমান করে।
    এসব বিষয় তোয়াক্কা না করে মাদকবিরোধী অভিযানে যুক্ত থাকি।

    এলাকায় খোজ খবর নিয়ে দেখা যায় নাম প্রকাশ না করায় এক ব্যাক্তি বলেন মাদকবিরোধী অভিযানের সাথে অনেকদিন যাবত কাজ করে আসছে বিপ্লব সমাজকে মাদকমুক্ত রাখতে।সে নিজের কনো সার্থে এসব করেনা, আমরাও মাঝে মধ্যে তার সাথে গ্রামের আশেপাশে সমাজের অবহেলিত মানুষের পাশে কাজ করে থাকি।

    টোকা পাড়া বিওপি ক্যেম্প কমান্ডার মো আনোয়ার হোসেন বলেন বিপ্লব পড়ালেখার পাশাপাসি আমাদের সাথে থেকে সিমান্ত রক্ষায় বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন এবং সিমান্তে মাদক ব্যেবসায়িদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে আমাদের সাথে যুক্ত ছিলো।সে অনেক ভালো ছেলে তার মতো এমন যুবক হলে দেশে কনো নেশা, চাঁদাবাজি,পাচারকারী,অবৈধ ব্যাবসা করার সাহস পেতনা কেউ।

    আমরা চাই তার মতো করে মাদকবিরোধী অভিযান চালাক এভাবে মাদক নির্মুল করে দেক। দেশকে মাদকমুক্ত করতে যুবসমাজের এমন উদ্যোগে এগিয়ে আসতে আহব্বান জানিয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content