• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নৌকার বিজয় অক্ষুন্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তরা

      প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ১:৪৫:২২ প্রিন্ট সংস্করণ

    টি আই মাহামুদ, আলীকদম উপজেলা প্রতিনিধি:

    বান্দরবানের আলীকদম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলীকদম উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশার সঞ্চালনায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদোগে ১৭ই মে বুধবার দিবসটি উপলক্ষে বিকাল ৪ ঘটিকায় দলীয় কার্য্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনার মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু দুংড়িমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অংশেথোয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু উইলিয়াম মার্মা।

    এতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সেই পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিতে দেশে প্রত্যাবর্তন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পিছিয়ে পড়া দেশকে উন্নত করার কাজে মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রী হয়ে হাল ধরেন দেশের উন্নয়নে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন।

    বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনার সভার মাধ্যমে সবাইকে আগামী নির্বাচনে নৌকার সুনিশ্চিত বিজয় ঘটানোর আহ্বান জানান। সেই সাথে নৌকার বিজয় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এসময় আলীকদম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content