• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    গোবিন্দগঞ্জে ব্যবসায়ীদের সাথে মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

      মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ২৭ মার্চ ২০২৩ , ৪:১০:২৮ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র মাহে রমজানে উপলক্ষে দ্রব্যমূলের দাম না বাড়াতে এবং ইফতার সহ খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত পরিবেশে প্রস্তুত করতে ও হোটেল রেস্তোরাঁ মালিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৭ মার্চ (সোমবার) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ পৌর মিলনায়তনে পৌর মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য মো. মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় কালে পৌর মেয়র বলেন, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না পায় এবং হোটেল ও বেকারীর খাবারে যাতে ভেজালমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরী করা হয়। এ বিষয়ে আলোচনা করা হয়। এসময় পৌর মেয়র রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

    তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী করতে হোটেল রেস্তোরা ও বেকারী মালিকদের প্রতি আহ্বান জানান।উক্ত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ বলেন, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেন।এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মিলন কুমার গুণ,বিশিষ্ট্য ব্যবসায়ী বিমল সাহা বৈদ্য, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ,প্যানেল মেয়র-২ রিমন তালুকদার,কাউন্সিল মোকলেছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।

    আরও খবর

    Sponsered content