• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে ক্ষমতার জোরে ছিদ্দিকুর রহমান কর্তৃক ছোট ভাই অসহায় ইউনুস মৃধার বসতবাড়ি দখলের পায়তারা ও শারীরিক নির্যাতন অভিযোগ

      ক্রাইম  প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৩ , ১:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

    বান্দরবান সদর উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ড আর্মি পাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান কর্তৃক তার আপন ছোট ভাই বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ড আর্মি পাড়ার স্থায়ী বাসিন্দা ইউনুস মৃধার বান্দরবান বাজার ফান্ডের আর/৫১৯ নং প্লট জমি বসতঘর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ করে দখল করার পায়তারা সহ ইউনুস মৃধা ও তার স্ত্রী সন্তান পরিবারের সদস্যদের শারীরিক-মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গিয়েছে।

    সুত্রে জানা যায়, গত ২৫মার্চ -২০২৩ শনিবার সকাল আনুমানিক ১০টায় বান্দরবান ৭নং ওয়ার্ড আর্মি পাড়ায় মো: ইউনুস মৃধার নামীয় বাজার ফান্ডের আর/৫১৯ নং প্লট যাহার চৌহদ্দি উত্তরে-আবু বক্করের প্লট,দক্ষিণে- আবুল কালামের প্লট, পূর্বে রাস্তা, পশ্চিমে আমিন খানের প্লট, মোঃ ইউনুস মৃধা তার নিজের বসতঘরে পানির সংযোগ লাগানোর জন্য পানির মিস্ত্রি দিয়ে কাজ করছিল সেই সময় ক্ষমতাসীন পার্টির কথিত নেতা আইন শৃঙ্খলা বিনষ্ট কারী অভিযুক্ত ছিদ্দিকুর রহমান তিনি নিজে ও তার সঙ্গীয় আরো কয়েকজন ভাড়াটে লোকজন নিয়ে ফিল্ম স্টাইলে কাজে বাঁধা করে, ইউনুস মৃধা ও তার স্ত্রী সন্তানদের অকথ্য ভাষায় গালি-গালাজ দিয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে আপন ছোট ভাই ইউনুস মৃধা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে, হামলার পরিপেক্ষিতে ইউনুস মৃধা ও তার স্ত্রী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উল্লেখ্য যে উক্ত জায়গা ও বসতঘর বিষয়ে ২০১৮সালে বান্দরবান পৌরসভায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, যার মামলা নং – ৪১/২০২১৮, তথ্য যাচাই বাছাই করে সেই বিচারের রায়ে আর ৫১৯ প্লটটির প্রকৃত মালিক ইউনুস মৃধা, তাই বিবাদী ছিদ্দিকুর রহমান, পিতা- আব্দুল গনি মৃধা, সাং আর্মি পাড়া, ৭নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা, বান্দরবান।

    ভুক্তভোগী অসহায় ইউনুস মৃধা প্রতিবেদক কে অভিযোগে জানান, ক্ষমতা ও টাকার জোরে আমাদেরকে এক প্রকার জিম্মি ও বাদ্য করিয়া উল্লেখ্য বিবাদী আমার পিতৃতুল্য বড় ভাই ছিদ্দিকুর রহমান আমার ঘর ভিঠা/জায়গা নিয়ে পরিকল্পিত সমস্যা সৃষ্টি করে, আমরা উভয় পক্ষ তা সমাধানের জন্য বান্দরবান পৌরসভা, ও উভয় পক্ষের আত্নীয় ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে সরজমিনে উপস্থিত থাকিয়া একজন সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করিয়া খুটিঁ দ্বারা সীমানা চিহ্নত করিয়া দেন। বর্তমানে আমাদের জায়গার লোভে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি ও আমার ল জায়গা দখলের পায়তারা অব্যহত রেখেছে। আমি এই ব্যাপারে দুষ্কৃতকারীদের কার্যক্রমে বাধাঁ প্রদান কিংবা প্রতিবাদ করিলে দাঙ্গা-হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংর্ঘষ বাধিঁবার পরিবেশ সৃস্টি হয়েছে, যার ফলে যে কোন সময় এলাকায় নৈরাজ্যকর পরিস্থতি সৃষ্টি হতে পারে, হতা-হতের ঘটনা সৃষ্টি হতে পারে।

    এমতাবস্থায় তদন্তক্রমে বিবাদীদের অবৈধ কার্যকলাপ বন্ধে সৃষ্ট সমস্যার নিষ্পত্তি করতে আইন ও বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, মানবাধিকার কমিশন,সুশিল সমাজের নাগরিকগণ, আর্মি প্রশাসন,পুলিশ প্রশাসন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, উচ্চ পদস্থ নেত্রীবৃন্দসহ সকলের নিকট ন্যায় বিচার পাওয়ার আকুল আবেদন জানাচ্ছি। এর ফলে মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধশীল হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

    আরও খবর

    Sponsered content