• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ২৯ ঘণ্টায়ও সচল হয়নি ঢাকামুখী আপলাইন

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ২:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ:-

    ব্রাহ্মণবাড়িয়া জেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ২৯ ঘণ্টা পরও সচল হয়নি চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল। ফলে ডাউন লাইন দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
    এতে ট্রেনের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে। শুক্রবার (২৮ এপ্রিল) সর্বশেষ রেলওয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করে পার্শ্ববর্তী তালশহর স্টেশনে রাখা হয়েছে। কিন্তু টেকনিক্যাল কাজ চলমান থাকায় আপলাইনে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি আখাউড়া রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, ঢাকাগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া সাতটি বগি উদ্ধার করে রেললাইন মেরামত ও স্লিপার বসানোর কাজ শেষে হয়েছে। এছাড়া টেকনিক্যাল কাজ চলমান থাকায় আপ লাইনে ট্রেন চলছে না। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে কেমন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু টেকনিক্যাল কাজ চলমান তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

    এদিকে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ সদস্যের কমিটিতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন, বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত,
    বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

    আরও খবর

    Sponsered content