• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় আসামির গ্রেফতার দাবিতে মানববন্ধন

      ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৩ , ১:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান আসামির গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।সোমবার (২৭ মার্চ) দুপুরে শহরের কাউতলী এলাকায় এ মাননবন্ধন করে তারা।মানববন্ধনে নিহত ইকরামের ভাই ছাড়াও এলাকার বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত র্ছিলেন।

    এ সময় বক্তরা বলেন, ভুল চিকিৎসায় নিহত হওয়ার ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও আল খলিল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রধান অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয় নি। অবিলম্বে ডাক্তার ফৌজিয়া মমতাজ সুপ্তিসহ অবশিষ্ট আসামিদের গ্রেফতারে দাবি জানান। উল্লেখ, গত ১৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোড এলাকায় আল-খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে।

    এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া ছয়জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তিন আসামি জেলহাজতে রয়েছেন।

    আরও খবর

    Sponsered content