• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    পটিয়াআবদু সোবহান ফুটবল দল একাডেমিকে বাফুফের স্বীকৃতি পরিদর্শন বাফুফের সহকারী টেকনিক্যাল কো- অর্ডিনেটর

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়ার (চট্টগ্রা) থেকে সেলিম চৌধুরী:-

    সম্প্রতি চট্টগ্রামে পটিয়া আবদু ছোবান ফুটবল দল একাডেমি’কে বাফুফে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১২ জুলাই বুধবার সকাল ১১ টার সময় বাফুফের টেকনিক্যাল সহকারী কো- অর্ডিনেটর মাহবুল আলম (পলো) আবদুস সোবহান ফুটবল দল একাডেমির খেলোয়াড় প্রশিক্ষন ও ফুটবল খেলার বিভিন্ন নিয়ম নীতি শৈল্পিক কলাকৌশল পরিদর্শন করে প্রশিক্ষণ করান। এসময় উপস্থিত ছিলেন আবদু সোবহান ফুটবল দল একাডেমির প্রতিষ্টাতা সভাপতি আবুল কালাম বাবুল, চট্টগ্রামের একরাম ফুটবল একাডেমির কোচ একরাম উদ্দিন আবছার, চট্টগ্রাম ফিউচার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসাইন, পটিয়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মো: নাছির, আবদু সোবহান ফুটবল দল একাডেমির আজীবন সদস্য এটিএম তোহা, শিক্ষক নিজাম উদ্দিন, ক্লাবের আজীবন সদস্য মোকাম্মাল সেলিম, আবদুস সোবহান ফুটবল একাডেমি দলের কর্মকর্তা দিদারুল আলম প্রমুখ। বাফুফের টেকনিক্যাল কো- অর্ডিনেটর মাহবুল আলম (পলো) বলেছেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমান সময়ে দেশের জন্য বড় সমস্যা। তবে মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনের দায়িত্ব শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়। এ সমস্যা সবার, তাই সমাধানের দায়িত্বও সবাইকে নিতে হবে তিনি শিশু -কিশোরদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ হয়ে নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content