• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    চেন্নাইতে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস পালন

      আমিনুর ইসলাম খান : ২৮ মার্চ ২০২৩ , ১০:২১:০০ প্রিন্ট সংস্করণ

    ভারতের চেন্নাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে ।গতকাল ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় রেলা হাসপাতালে চতুর্থ তলা কনফারেন্স রুমে ডক্টর রেলা ইন্সটিটিউট ও মেডিকেল সেন্টার এর উদ্যোগে ৫২ তম স্বাধীনতা দিবসের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের অন্যতম লিভার transplant বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মেদ রেলা । বাংলাদেশ থেকে আশা  রোগীদের নিয়ে কাজ করা (coordinator) মিস হারডীপের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  কক্সবাজার উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।আলোচনা শেষে ডক্টর মোহাম্মদ রেলা আগত অতিথিদের নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা দিবসের 52 তম বিজয়-উল্লাস উদযাপন করেন। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় । অনুষ্ঠান শেষে বাংলাদেশ থেকে আসা সবাইকে একটি করে গিফট box প্রধান করা হয় ।বাংলাদেশে থেকে আসা সকল রোগী ও তাদের সাথে আসা সকল attendant এতে উপস্থিতি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে চিকিৎসা সেবা নেওয়া আমেনা বেগম ঝর্ণা, আমিনুর ইসলামেট মাতা, হামিদুল এইচ চৌধুরী ও তার স্ত্রী, সাইফুল ইসলাম, বিউটি গুপি , ওয়াজ উদ্দিন, সালামা কবির, আবু তাহের, আব্দুল হাকিম , আব্রার হো‌সেন, ইমরান হো‌সেন, ওয়া‌লিউল ইসলাম, উৎপল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

    আমিনুর ইসলাম বলেন, আমার মাকে নিয়ে  হাসপাতালে অবস্থান করায়, আমারও সৌভাগ্য হয়েছে পাশে থাকার।

    আরও খবর

    Sponsered content