• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    চিকিৎসাধীন মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান -ওসি শাহ্ কামাল আকন্দ

      এনামুল হক ছোটন, ময়মনসিংহ : ৩০ মার্চ ২০২৩ , ৪:২২:২৯ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহ ক্যান্টনমেন্ট রোডে “প্রাপ্তি” মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ (পিপিএম) বার । এ সময় তিনি চিকিৎসাধীন মাদকাসক্তদের সহিত আলোচনা করেন এবং তাদেরকে চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
    ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর সানকিপাড়ায় অবস্থিত প্রাপ্তি মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন মাদকাসক্তদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি মাদকের উৎস সহ মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি তিনি মাদকসেবীদের মাদকের কু-ফলতা সম্পর্কে ধারণা দেন, চিকিৎসা শেষে সুস্থ্য ও সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
    উল্লেখ্য – এর আগেও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ নগরীর নিরাময় কেন্দ্রের ১। তৌহিদ ফেরদৌস শাওন (২৬), ২। রাশেদুল হক জয় (২৪), ৩। নিন্টু পাল (৪৮) দেরকে মাদকাসক্ত থাকা অবস্থায় এবং মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তিনি তাহাদের ধন্যবাদ জ্ঞাপন সহ আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। পাশাপাশি নিরাময় কেন্দ্রে অফিস সহকারী হিসেবে চাকুরীর ব্যবস্থার মাধ্যমে পূনর্বাসিত করেছেন। ময়মনসিংহে একমাত্র ওসি হিসেবে তিনিই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সকলের প্রশংসা পাচ্ছেন।

    আরও খবর

    Sponsered content