• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পুকুরের মাছ রক্ষার ঘেরা  বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল শিশু সোহানের

      প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৯:১৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    হারুনুর রশিদ কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার কাহালুতে মৎস্য  চাষকৃত পুকুরে জি আই তারের ঘেরা বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহান ( ৮) নামের  এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে  অসহায় দিনমজুর পিতা মোঃ গোলাম রব্বানী সন্তান শোকে একেবারে নির্বাক। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছে। পাঁচ ভাই বোনের সব ছোট সোহান। বাবা গোলাম রব্বানী অতি কষ্টে  দিনমজুরের কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দিতো। এ যেন বিনা মেঘে বজ্রপাত।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে  উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনাই দক্ষিণ পাড়া  গ্রামে মোঃ শাহাদত হোসেনের মাছ চাষকৃত  ধোয়া পুকুরে  এ মমার্ন্তিক  ঘটনা ঘটে। ঐ পুকুরের চারিদিকে   জি আই তার ও নেট দিয়ে  আগে থেকেই ঘিরে রেখেছিলো পুকুরের মালিক বগুড়া শহরে বসবাসরত  মোঃ শাহাদত হোসেন। পুকুরটি সার্বক্ষণিক দেখাশোনা ও পাহাদারের কাজ করতো ঐ গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোঃ টুকু মিয়া।  পুকুরে যাতে কেহ মাছ ধরতে নামতে না পারে সে জন্য এই  মরণঘাতি জি আই তারের বেড়া!  সোহান ঐ  সময়  পাশেই  একটি পুকুরে মাছ ধরে  শাহাদতের পুকুরের পাড় দিয়ে যাবার সময়  জি আই তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়লে  ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়। স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দিলে  বাবা, মা, ভাই সহ প্রতিবেশীরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে। গ্রামবাসী সূত্রে জানা যায় ঐ পুকুরে জি আই তারের বেড়ায় ইতিপূর্বেও বেশ কয়েক জন শিশু বিদ্যুতায়িত হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবুও টনক নড়েনি পুকুর মালিকের। এদিকে ঘটনার পর থেকেই পাহাদার টুকু পলাতক রয়েছে। বিষয়টি দফারফা করতে একটি প্রবাবশালী মহলের ছত্রছায়ায় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ঐ পুকুরে মালিক শাহাদাতের সাথে কথা চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।  স্থানীয় ইউপি সদস্য মোঃ ওবাইদুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টির মিমাংসা হয়েছে। এদিকে নিহত সোহানের বড় বোন সুলতানা(২২) ও বড় ভাই  সুমন (১০) জানাই আমাদের  আদরেরর ভাই কে  হারিয়ে পরিবার আজ দিশেহারা । পুকুর মালিক আর্থিক  সহায়তার আশ্বাস দিলেও এখোনও আমরা  পাইনি। কাহালু থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  সোহান ভেটিসোনাই গ্রামের দিনমজুর গোলাম রব্বানীর ছেলে। কাহালু থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঐ  রাতেই সোহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার ময়না তদন্ত শেষে সোহানের মরদেহ তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়েছে ।  এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু  মামলা হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content