• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    জামালপুরের র‍্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

      ইয়াছির আরাফাত, ময়মনসিংহ বিভাগী প্রতিনিধিঃ ৩০ মার্চ ২০২৩ , ২:২১:২১ প্রিন্ট সংস্করণ

    অপহরণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রানা মিয়া ওরফে অন্তর (৩৫)কে আটক করেছে র‍্যাব-১৪। রানা মিয়া শেরপুর জেলার নকলা থানার পাঠাকাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। ২৯ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা গাজীপুরের তেপিরপাড়া বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ মার্চ জামালপুর র‍্যাব-১৪ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার সিপিসি-১, আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, আসামী রানা মিয়া নকলা থানার পশ্চিম টালকী গ্রামের জনৈক প্রবাসির নাবালিকা মেয়েকে প্রেম নিবেদন করে আসছিল। একপর্যায়ে ২০১৬ সালে ১৩ মার্চ স্কুলে যাবার পথে সে অপহরণ করে। এ ঘটনায় নকলা থানায় স্কুল ছাত্রীর চাচা বাদশা মিয়া (৪৫) বাদি হয়ে মামলা (নং-৪) দায়ের করেন। মামলার পর থেকেই আসামী পলাতক ছিল। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আখতারুজ্জামান দীর্ঘ শুনানে শেষে সন্দেহাতীতভাবে দোষি সাব্যস্ত প্রমানিত হলে, আসামীর বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২০ হাজার জরিমানার আদেশ দেন।

    আরও খবর

    Sponsered content