• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পলাশবাড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা স্কুলপড়ুয়া ছাত্রীর আত্মহত্যার করার অভিযোগ উঠেছে

      মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ৩০ মার্চ ২০২৩ , ৮:১১:৩৮ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মারুফা আক্তার (১৪) নামের ৩মাসের অন্তঃসত্ত্বা এক স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন গ্রামের আব্দুল মালেক এর স্কুল পড়ুয়া কিশোরী নবম শ্রেণির ছাত্রী মারুফা আক্তার(১৪) সাথে একই এলাকার প্রতিবেশী প্রভাবশালী আব্দুল কাফি ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সাগর ব্যাপারী প্রেমের ফাঁদে ফেলে কৌশলে প্রেমিকা মারুফা আক্তার (১৪) নামের কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এভাবে চলে আসছিল আনুমানিক দুইটি বছর।এরপর প্রেমিক সাগর ব্যাপারী বিয়ের প্রলোভন দেখিয়ে ভিন্ন কৌশলে মারুফা আক্তার (১৪) নামের কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ।একপর্যায়ে প্রেমিকা মারুফা আক্তার(১৪) নামের কিশোরী বুঝতে পায় যে সে তিন মাসের অন্তঃসত্ত্বা ।অন্তঃসত্ত্বার কথা প্রেমিক সাগর ব্যাপারীকে বললে সে তাকে তার কথার গুরুত্ব না দেখে আর পাত্তা না দিয়ে এরিয়ে চলে। এভাবেই বিভিন্ন ভাবে প্রেমিক সাগর ব্যাপারীকে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে লোকলজ্জার ভয়ে মারুফা আক্তার(১৪) নামের কিশোরী গত ২০ মার্চ/২০২৩ ইং সোমবার সকাল ৮টার দিকে সাগর ব্যাপারীর বাড়িতে গিয়ে ৩ মাসের অন্তঃসত্বার বিষয়টি জানালে সুযোগ সন্ধানী লম্পট সাগর ব্যাপারী ও তার মা বাবা সহ বাড়ির সদস্যরা মারুফা আক্তার(১৪)কে বেদম মারপিট করে বাড়িতে থেকে তাড়িয়ে দেয়। অন্তঃসত্ত্বা কথা মারুফা আক্তার(১৪) সে বাড়িতে ফিরে এসে তার জেঠাতো ভাই বিপুল মিয়ার স্ত্রী নুর বানু ও মা কবিতা বেগমকে বিষয়টি জানায়। কিন্তু তারা বিষয়টি বাড়িতে আলোচনা করে এলাকার স্থানীয় ভাবে মীমাংসা করার আগে মানসম্মান ও লোকলজ্জার ভয়ে সকলের নজর এড়িয়ে নিজ শয়ন কক্ষে ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

    স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায় , অন্তঃসত্ত্বা মারুা আক্তার (১৪) কিশোরী আত্নহত্যাকালে তার শরীরের বিভিন্ন অংশে বেদম মারপিটের কালশীরা দাগ দেখা গেছে। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে।

    সন্তান হারা মারুফা আক্তারের পিতা আব্দুল মালেক ও মা কবিতা বেগম জানান, পলাশবাড়ি থানা পুলিশ শুধুমাত্র ইউডি মামলা দায়ের করেন, কিন্তু থানায় হত্যা মামলা করতে গেলে থানা পুলিশ রহস্যজনক কারণে মামলা না নিয়ে ফিরিয়ে দিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন। অবশেষে গাইবান্ধার সংশ্লিষ্ট আদালতে সাগর ব্যাপারী, তার পিতা কাফি ব্যাপারী, মা আকলিমা বেগম ও মাজেদ ব্যাপারীর কন্যা মিম আক্তারকে আসামী করে মামলা দায়ের করেন।নির্ভরশীল সুত্র জানায়, সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করার খবর পেয়ে সাগর ব্যাপারী ও তার পক্ষের লোকজন এখন বেপরোয়া হয়ে উঠেছে। লোকমুখে বলাবলি করছে, যেখানে পাবে সেখানেই শেষ করে দিয়ে মামলা করার সখ মিটিয়ে দিবে। ফলে মারুফার বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    আরও খবর

    Sponsered content