• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    ধর্মপাশায় উদ্দীপন শাখার গ্রাহকের ঋন মওকুফ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:৫৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    বাঁধন সরকার, ধর্মপাশা প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় উদ্দীপন শাখার কান্দাপাড়া মহিলা সমিতির সদস্য রেবা আক্তারের বাবা গ্রাহক রফিকুল ইসলাম নামে স্বাস্থ্য কার্ড থাকায় তিনি ( রফিকুল ইসলাম) মারা যাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা ঋন মওকুফ, ৫০ হাজার টাকার নগত চেক, দাফন বাবদ আরও ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রধানসহ উদ্দীপন মে/ ২০২৩ মাসে ১০০০টি শাখার মাধ্যমে সমগ্র বাংলাদেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২০০ জনেরও বেশি মানুষকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা দেওয়া হয়। বুধবার ২৪ মে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান উদ্দীপনের আয়োজনে উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্দীপন শাখা ব্যবস্থাপক জাকিয়া সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এফ সি ও কবির হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা অলিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা গিয়াসউদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তামান্না ইসলাম প্রমুখ। উদ্দীপনের পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে উপজেলা আশেপাশের মানুষ ভিড় করেন।

    আরও খবর

    Sponsered content