• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৯জুয়ারি আটক

      মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ৩১ মার্চ ২০২৩ , ৬:৫২:৩২ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে জনৈক বিপুল নামের এক ব্যক্তির জুয়া খেলারত অবস্থায় (জুয়ার তাস) সরঞ্জামাদিসহ ৯ জুয়ারি আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০শে মার্চ) আনুমানিক রাত্রী সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনা করার সময় বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামের জণৈক বিপুল মিয়া নামের এক ব্যক্তির পাকা বাড়ী থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার (৩ বান্ডেল তাস) ও বিছানার চাদর ও নগদ ৭হাজার টাকা উদ্ধারসহ সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়।

    বোনারপাড়া তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, সাঘাটা থানাধীন
    বোনারপাড়া ইউনিয়নে জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা কালে বৃহস্পতিবার (৩০ শে মার্চ) রাত্রী আনুমানিক সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামের জণৈক বিপুল এর পাকা বাড়ীতে অভিযান পরিচালনা করার সময় জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার (৩ বান্ডেল তাস) ও খেলার বিছানার চাদর ও নগদ ৭হাজার টাকা উদ্ধারসহ সরঞ্জামাদি পুলিশ আলামত হিসেবে জব্দ করে।আটককৃতরা হলেনঃ- ০১. মোঃ আল- আমিন (২৪)নামের ব্যক্তি সে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্যে শিমুলতাইড় গ্রামের মোঃ আক্কাছ আলীর ছেলে, ০২. মোঃ রাকিব হোসেন (৪০)নামের ব্যক্তি সে ওই গ্রামের মোঃ গোলাম হোসেনের ছেলে, ০৩. মোঃ আলমগীর হোসেন (৩৫) নামের ব্যক্তি সে এলাকার মরহুম আলী হোসেনের ছেলে, ০৪. মোঃ সাদ্দাম হোসেন (৩০)নামের ব্যক্তি সে একই এলাকার মোঃ আবু বক্করের ছেলে,০৫.মোঃ কবির (২৮) নামের ব্যক্তি সে আঃকাফি মন্ডলের ছেলে, ০৬.মোঃ মেহেদী হাসান সোহেল (৩৫)নামের সে ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে, ০৭. মিষ্টার (৩২)নামের ব্যক্তি সে মৃত আলী প্রধানের ছেলে, ০৮. মোঃ মোখলেছ (৪৫)

    নামের ব্যক্তি সে সে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে, ০৯. মোঃ রুবেল (৩৯)নামের ব্যক্তি সে একই এলাকার মৃত আঃ ছালামের ছেলে।

    এবিষয়টি নিশ্চিত করেছেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ চলমান রয়েছে।গাইবান্ধা জেলা পুলিশ মাদক/জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content