• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিচারপতি মো: হাবিবুল গনি

      প্রতিনিধি ৪ জুলাই ২০২৩ , ২:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    প্রধান বিচারপতির নিদের্শনায় প্রতিটি জেলার দায়রা ও জজ আদালতে ন্যায়কুঞ্জ ভবন স্থাপন করার কাজ শুরু হয়েছে, আর এই ভবন নির্মিত হলে দুর দুরান্ত থেকে আগত বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গনে গিয়ে ভোগান্তীতে পড়বে না।

    ৪জুলাই মঙ্গলবার সকালে বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিচারপতি মো:হাবিবুল গনি।

    তিনি আরো বলেন, আদালত প্রাঙ্গনে বিচার গ্রহণ করতে আসা বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু হয়েছে।

    গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৫১লক্ষ ৫৯হজার টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে, আর এই ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় খাবার পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।

    এসময় বিচারপতি মো:হাবিবুল গনি বান্দরবানের বিভিন্ন মামলা (৩-৬ মাস) দ্রুত সময়ে নিস্পত্তি করা এবং আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের সহযোগিতা করার জন্য জেলা ও দায়রা জজ আদালত এর সকল কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

    ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার কাজী আরাফাত উদ্দিন, বান্দরবান জেলা ও দায়রা জজ মো:ফজলে এলাহী ভূইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম, বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা। বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা আক্তার,

    অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম জাহানারা ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: নুরু মিয়া, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বান্দরবান জেলা লিগ্যাল এইড অফিসার বেগম রোকেয়া আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা,সহকারী প্রকৌশলী ফয়জুর রহমান, প্রথম শ্রেণির ঠিকাদার মো: সৌরভ’সহ বান্দরবান জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content