• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পটিয়া গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয়  পরিষদের  উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

      পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- ২ এপ্রিল ২০২৩ , ৩:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রামের  পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে  আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগ আলোচনা সভা ও ইফতার মাহফির অনুষ্ঠিত হয়েছে। (২ এপ্রিল রবিবার) দরবার প্রাঙ্গনের  মাঠে আয়োজিত ইফতার মাহফিলে ছদারত ও মুনাজাত পরিচালনা করেন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.)। নায়েবে সাজ্জাদিনশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী এর পরিচালনায় বক্তব্য রাখেন আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তৈয়ব, মৌলানা শওকত আলী,  মৌলানা ফারুক, মৌলানা ইয়াসিন, মৌলানা শায়ের নয়ন, ফজল আহাম্মদ সওদাগর,  আবদুল খালেক চেয়ারম্যান, নুরুল ইসলাম নুরু  , সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন,  সাধারণ সম্পাদক মো ইয়াছিন, সরোয়ার উদ্দিন, এসএম আমান উল্লাহ আমিরী,  কামাল উদ্দিন পারভেজ, কানন উদ্দিন, ফরমান, হেলাল মেম্বার, আবু নোমান,  মান্নান, ইঞ্জিনিয়ার জাকির, মওলা ছাত্র যুব পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক, মো আসিফ, জিয়া উদ্দিন এরশাদ, মো বায়েছ, হেলাল, ইমন, রেজাউল প্রমুখ।

    শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.) বলেন, বিশ্বনবী  হয়রত মুহাম্মদ (স:) ও আউলিয়া কেরামে আদর্শ ধারণ করে সবাইকে আদর্শিক জীবন গঠন করতে হবে। মানবতা রক্ষার জন্যে মুহাম্মদ (স:) সাল্লালাহু আলাইহি ওয়াসালাম

    এর নেতৃত্বে সাহাবায়ে কেরাম আত্মত্যাগের যে নজির স্থাপন করে গেছেন, সেই ত্যাগের আদর্শ গ্রহণের মধ্যেই পবিত্র রমজানের চেতনা নিহিত। রমজানের ত্যাগ-তিতিক্ষার সেই চেতনায় উজ্জীবিত হওয়ার মাস। রমজানে সংযম ও আত্মত্যাগের অনুশীলন এবং সেই সাথে ইসলাম ভিত্তিক ন্যায়, সত্য ও সততা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় গ্রহণ প্রয়োজন। ইসলামী মূল্যবোধ, ধ্যান-ধারণা, চরিত্র, ধর্ম ও আদর্শ রক্ষায় ইসলামী নিয়ম-কানুন অনুশীলনের চেতনা জোরদার করতে হবে । রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ ও নবী-রাসূল এবং আউলিয়া পাকের নৈকট্য লাভ করা সম্ভব। পরে বিশ্ব  মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া করা হয়।

     

    আরও খবর

    Sponsered content