• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রবাসীর জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

      ক্রাইম বিশেষ প্রতিনিধি: ৩ এপ্রিল ২০২৩ , ২:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

    বান্দরবান সদর উপজেলার ৩৩৭ নং বালাঘাটা মৌজার খতিয়ান নং ৩,দাগ নং ৭২০এর অংশ ৪শতক ২য় শ্রেণির জমি,এবং একই মৌজার খতিয়ান নং-১৩,দাগ নং-৭১৪ ও ৭১৫ এর অংশ সেগুনবাগিচা ৩নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা,সেগুনবাগিচা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী মোহাম্মদ মফিজ উদ্দিনের জায়গায় মো: রফিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ করে ঘর নির্মাণ করে জায়গায় দখলের পায়তারার অভিযোগ পাওয়া গিয়েছে । প্রবাসী মোহাম্মদ মফিজ উদ্দিন ও উনার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম প্রতিবেদককে অভিযোগ করে জানান, বান্দরবান সদর থানাধীন

    বান্দরবান পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ সেগুন বাগিচা এলাকায় ১৪ শতক আমার জায়গা আছে।

    আমার জায়গার পাশে মোঃ রফিক, বয়স-৪৮ পিতা-মোঃ আলী, নামীয় বিবাদীর কিছু জায়গা আছে। বিভিন্ন সময় বিবাদী রফিক আমার জায়গা অবৈধ দখল করার পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০১/১০/২০২১ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ৭টায় উপরোক্ত বিবাদী ও তার পরিবারের লোকজন আমার জায়গার উপর অবৈধ ভাবে ঘর নির্মাণ করতে থাকে। উক্ত বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে আমি বান্দরবান বিজ্ঞ আদালতে মিস সিআর মামলা নং-৪৯/২০২১ দায়ের করি। মামলাটি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, বান্দরবান পার্বত্য জেলায় কার্যালয়ে অপর মামলা নং-৩০/২০২৩ তে রূপান্তরিত হয়। উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ নং-০৩, তাং-৩০/০৩/২০২৩ ইং মূলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতবস্থা বজায়নরাখার আদেশ দেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতের আদেশ মোতাকে আমি উল্লেখিত জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখি।
    কিন্তুু বিবাদীগণঅজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়ে আদালতের আদেশ অমান্য করে অদ্য ৩১/০৩/২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৭টায় বিরোধীয় জায়গায় বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করতঃ উক্ত জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করে। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বিবাদীদেরকে অবৈধভাবে ঘর নির্মাণ কাজে বাঁধা দিলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪৪ ধারা উপেক্ষা করে ঘর নির্মাণ করা হচ্ছে। ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণ করতে পারে কি না এই বিষয়ে জানতে বিবাদী মো: রফিকের সাথে যোগাযোগ করার জন্য প্রতিবেদক উনার ফোনে কল দেওয়া হলে উনার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

    বর্তমানে বিবাদী আমার জায়গার লোভে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি দখলের পায়তারা অব্যহত রেখেছে। আমি এই ব্যাপারে দুষ্কৃতকারীদের কার্যক্রমে বাধাঁ প্রদান কিংবা প্রতিবাদ করিলে দাঙ্গা-হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংর্ঘষ বাধিঁবার পরিবেশ সৃস্টি হয়েছে, যার ফলে যে কোন সময় এলাকায় নৈরাজ্যকর পরিস্থতি সৃষ্টি হতে পারে, হতা-হতের ঘটনা সৃষ্টি হতে পারে।

    এমতাবস্থায় তদন্তক্রমে বিবাদীদের অবৈধ কার্যকলাপ বন্ধে সৃষ্ট সমস্যার নিষ্পত্তি করতে আইন ও বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, মানবাধিকার কমিশন,সুশিল সমাজের নাগরিকগণ, আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন,উচ্চ পদস্থ নেত্রীবৃন্দসহ সকলের নিকট ন্যায় বিচার পাওয়ার আকুল আবেদন জানাচ্ছি। এর ফলে মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধশীল হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

    আরও খবর

    Sponsered content