• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    অসময়ে বাজারে আম

      মোঃ আবদুল রহিম জয় ডেক্স নিউজ ৬ এপ্রিল ২০২৩ , ৭:১০:৫৭ প্রিন্ট সংস্করণ

    আম সবার প্রায় প্রিয় ফল। এই ফল বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই পাওয়া যায়। দেশে আমের গাছে গাছে সবেমাত্র গুঁটি এসেছে। এখনো বাজারে আসতে অনেক সময় লাগবে। তবে ইতোমধ্যে বাংলাদেশের হিলি স্থলবন্দরের ফলের বাজারে দেখা মিলেছে আমের। তবে এই আমটি বাংলাদেশি নয়, রমজান উপলক্ষে হিলি ফল ব্যবসায়ী ভারত থেকে এই ফল এনেছেন।

    বৃহস্পতিবার দুপুরে হিলির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পাকা আম ৩০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। নতুন ফল আম অনেকেই কিনছেন আমার অনেকেই বেশি দাম হওয়ার কারণে কিনছেন না। বাজারের সব ফলের দোকানেই দেশি ও আমদানিকৃত বিভিন্ন ধরনের ফল রয়েছে। শুধুমাত্র একটি মাত্র ফলের দোকানে রয়েছে এই আম।

    হিলির বাজারে ফল কিনতে আসা সোহেল রানা বলেন, রমজান মাসে ইফতারের জন্য অনেক খাবার আমরা খেয়ে থাকি। তার মধ্যে বিভিন্ন ফলও থাকে। আজ বাজারে এসে দেখলাম নতুন ফল আম পাওয়া যাচ্ছে। ইফতারে নতুন খাবার হিসেবে দুই কেজি আম ৩০০ টাকা কেজি হিসেবে কিনলাম। দামটা যদি একটু কম হতো হাতের নাগালের মধ্যে থাকতো তাহলে সবাই আমের স্বাদ নিতে পারত।

    হিলি বাজারের ফল বিক্রেতা আতিয়ার রহমান বলেন, দেশের আম বাজারে আসতে আরও কিছু দিন সময় লাগবে। রমজান মাস চলছে, এজন্য ভারত থেকে অনেকেই আম এনে বাজারে বিক্রি করছেন। আমি আমার দোকানে রেখে বিক্রি করছি। আমি একজনের কাছ থেকে ২২০ টাকা কেজি দরে পাইকারি কিনেছি। যেহেতু আম কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়, যার কারণে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন ফল হিসেবে কেউ কেউ অল্প পরিমাণে নিচ্ছেন। তবে দাম বাড়তির কারণে অনেকেই দাম শুনে না নিয়েই ফিরে যাচ্ছেন।

    আরও খবর

    Sponsered content