• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    ছাতকে এমপি মানিক ও শামীমের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা

      মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ৬ এপ্রিল ২০২৩ , ৬:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

    সুনামগঞ্জ-৫ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ওই আসনের সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে।

    বুধবার সুনামগঞ্জের সিনিয়র জুডিসিলাল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতকে এই মামলা দুটি দায়ের হয়।
    এমপি মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি। তিনি শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা। অপরদিকে জেলা আওয়ামীলীগ নেতা ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী হয়েছেন পারভীন বেগম। তিনিও পৌর এলাকার মন্ডলীভোগের বাসিন্দা।

    জানা যায়, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলীভোগ এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বলে মামলা দুটিতে অভিযোগ করা হয়।

    উল্লেখ্য, এই হত্যার ঘটনায় এমপির ভাতিজাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। এদিকে, আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন দুটি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। বিচারক আদেশে লেখেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেওয়া হলো।

    আরও খবর

    Sponsered content