• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৪ , ১২:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে আব্দুস সত্তার নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ জানুয়ারি (বুধবার) ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সত্তার ইসলামপুর ৫নং ওয়ার্ডের জুমনগর অরলতলীর মৃত তেজু মিয়ার ছেলে।

    নিহতের এক নিকটাত্মীয় জানান, আবদু ছত্তার তার ছোট বোনের জামাই। প্রয়োজনীয় কাজে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বোন জামাইয়ের মোবাইলে কল দিলে কে যেন রিসিভ করেন এবং বলেন মোবাইল মালিক ট্রেনের চাপায় নিহত হয়েছে। বিশ্বাস না হলে দ্বিতীয়বার কল করলে লোকটি একই কথা বললে ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনে বোন জামাইয়ের ছিন্নভিন্ন লাশ দেখতে পান।

    তিনি আরো জানান, তার বোন জামাইয়ের পৈতৃক এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। বিয়ে পরবর্তী শ্বশুর বাড়ির এলাকায় বসবাস করে আসছিল। ঘটনার পূর্ব দিন মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল উক্ত কৃষক।

    স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে চোখে ঘুম আসলে হয়ত অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রেললাইন কক্সবাজার পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে কৃষক সাত্তারের মর্মান্তিক মৃত্যু হয়। লাশ সন্ধান মেলার কিছুক্ষণ পরেই ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ঘটনাস্থল অতিক্রম করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত কৃষক চার সন্তানের জনক।

    নিহতের এলাকার ইউপি সদস্য আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কৃষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

    আরও খবর

    পটিয়ায় হাইদগাও ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায়-মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে

    ফসলের জমির ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার প্রাকৃতিক পদ্ধতিটি হ’ল পার্চিং পদ্ধতি

    পটিয়ায় বিএনপির ঈদ পূর্ণমিলনী সভায়- ইদ্রিস মিয়া খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না

    মহান ১৩ রবিউল আউয়াল ও ১৪ আশ্বিন  খোশরোজ শরিফ উপলক্ষ্যে পটিয়া সাতগাছিয়া দরবার শরিফে ৪ দিন ব্যাপী কর্মসূচী, ব্যাপক প্রস্তুতি গ্রহণ

    বান্দরবানে উপজেলা পর্যায়ে আইডিএফ পিকেএসএফ কৈশোর কর্মসূচি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    বান্দরবান সেনা জোন কর্তৃক ১০টি মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান

    Sponsered content