• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    অভয়নগরে প্রচন্ড গরমে জনজীবন নাকাল

      মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: ১১ এপ্রিল ২০২৩ , ৭:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

    যশোরের অভয়নগর উপজেলায় মানুষ প্রচন্ড গরমে নাকাল হয়ে পড়ছে। প্রকৃতিতে বইছে দাবদাহ। প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। রোজা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন গরমে দিশাহারা হয়ে উঠেছে অভয়নগরের মানুষ। এই গরমে সবথেকে বেশি কষ্ট হয় শিশু ও বয়স্কদের। গরমের তীব্রতা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে শিশু ও বয়স্কদের সুস্থতায় সঠিক যত্ন নিতে হবে। নিয়ম মেনে খাবার খাওয়াসহ এড়িয়ে চলতে হবে ভাজাপোড়া। আবহাওয়া সূত্রে জানা গেছে, মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। এ তাপমাত্রা আরও কয়েক দিন বাড়তে পারে। আজ মঙ্গলবার ১১ এপ্রিল সকাল থেকেই প্রচন্ড গরমে অভয়নগরের সাধারণ জনগণ নাকাল হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারে ভৈরব নদ এর বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, কর্মজীবি শ্রমিকরা ঠিকভাবে কাজ করতে পারছেনা, কিছু সময় কাজ করে ছায়া ও প্রকৃতি বাতাশ খুঁজতে দেখা যায়।

    আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের এই অবস্থায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও নেই ঝড়ের সম্ভাবনা।

    আরও খবর

    Sponsered content