• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    আলদাদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন রিম সরকার

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৪:১৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    সবুজ মিয়া স্টাফ রিপোর্টার রংপুরঃ

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাপুর চান্দামারীর ঐতিহ্যবাহী আলদাদপুর দ্বি- মূখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো:মামদুদ আহসান সরকার (রিম)। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় এসময় তিনি সভাপতি নির্বাচিত হোন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মহন্ত জানান, স্কুল পরিচালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক পদে ২০ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন এর মধ্যে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয় এতে মোট ৩৮৯ ভোটের মধ্যে ৩১১ জন ভোট প্রয়োগ করে ভোটাররা। গত ০৯ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হয় মোট ১৩৮,৯৮,১০৮ ভোট পেয়ে ৩জন প্রার্থী বিজয়ী হোন এবং দুজন সমান ৮৭ টি করে ভোট পেলে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

    কমিটির অভিভাবক সদস্যের ৪ জন নির্বাচিতরা হলেন- মো.আবদুল্লাহ আল মামুন, শ্রী মনোরঞ্জন রায়,শ্রী দীননাথ রায়,শ্রী অবিনাশ চন্দ্র রায়,এছাড়া দাতা সদস্য হয়েছেন শ্রী পরেশ চন্দ্র এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন উষা রানি।

    নবনির্বাচিত সভাপতি মো:মামদুদ আহসান সরকার রিম বলেন, আলদাদপুর উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি কাজ করবেন। এদিকে রিম সরকার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া গঙ্গাচড়া “উপজেলা মডেল প্রেসক্লাব” এর পক্ষ থেকে সভাপতি মোঃ মাজহারুল ইসলাম লেবুসহ সম্পাদক ও সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content